
পশ্চিম ওড়িশার বক্সাইট খনিজে সমৃদ্ধ নিয়মগিরি পাহাড় রাজ্যের ডোঙ্গরিয়া কোন্ধ আদিবাসী সম্প্রদায়ের একমাত্র আবাস

বিয়ে এখানে সহজ আর আন্তরিক এক অনুষ্ঠান, গোটা সম্প্রদায় যেখানে মিলেমিশে ভাগাভাগি করে কাজ করে। এই ছবিতে (২০০৯ সালের) দেখা যাচ্ছে পড়শি গ্রাম থেকে দল বেঁধে যুবা সম্প্রদায় বিয়ের অনুষ্ঠানে ঢাপ বাজাতে আসছে। স্থানীয় একটি জনপ্রিয় বাদ্যযন্ত্র এই ঢাপ

গানবাজনা করতে করতে গানের দল অনুষ্ঠানস্থলে পৌঁছাচ্ছে

ডোঙ্গরিয়া কোন্ধ সম্প্রদায়ে পাত্রীর মতামত খুবই গুরুত্বপূর্ণ। মেয়েদের সম্মতি নিয়েই বিয়ে হয় এখানে, সচরাচর যা অন্যান্য বহু সম্প্রদায়েই হয় না। লোডো সিকোকাকে বিয়ের পাত্র হিসাবে নিজের জন্য গ্রহণ করেছেন তেলিদি

মাথায় পেতলের কলসি নিয়ে তেলিদির সঙ্গে সম্প্রদায়ের মহিলারা একটি চিরবহতা পাহাড়ি ঝোরা থেকে জল সংগ্রহে চলেছেন। এই জল দিয়ে ভাত রান্না তবে, তারপরে বিবাহের পাত্রী তা ধরণী পেনুকে (ধরিত্রী দেবী) উৎসর্গ করবেন

পাত্রীর সমবয়সি বন্ধুরা সবাই নাচতে নাচতে পাত্রের গ্রাম লাখপাদার অবধি চলেছেন। অন্যান্য গ্রামবাসীরা মহা উৎসাহে সেই নাচ দেখছেন

ঢাপের তালের সঙ্গে মিলেমিশে যাচ্ছে নাচের ছন্দ

ক্রমশ নাচের গতি বাড়ছে

ওদিকে বাদবাকি গ্রামবাসীরা হাত লাগিয়েছেন বিয়ের ভোজ তৈরিতে। ভোজ বলতে সাধারণত ভাত, ডাল, আর কাঠের জ্বালে ন্যূনতম তেল মশলা দিয়ে রান্না করা মাংস। তারপরে পাতার থালায় করে পরিবেশন করা হবে এই খাবার

সম্প্রদায়ের কচিকাঁচারা খাবারের জন্য অধীর অপেক্ষায় রয়েছে

সারাদিনের উৎসবের আয়োজনে এই খুদে মেয়েটিও মহা খুশি
অনুবাদ: শাশ্বত গাঙ্গুলী