সম্পাদকের বিবৃতি:

ভারতীয় নৌসেনার প্রাক্তন সেনাপ্রধান অ্যাডমিরাল লক্ষ্মীনারায়ণ রামদাস দেশের কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন — প্রজাতন্ত্র দিবসে দিল্লির সীমান্তে আন্দোলনরত চাষিদের কুচকাওয়াজে যাতে কোনও বাধা না দেওয়া হয়, এবং তাঁরা যেন সরকারের কাছ থেকে সবরকম সাহায্য পান। এই ভিডিও বার্তাটি কৃষিজীবী সমাজ ও সরকার, দুয়েরই প্রতি, এখানে তিনি সাম্প্রতিককালের বহুল নিন্দিত কৃষি-আইন রদ করার আর্জি জানাচ্ছেন। উপরন্তু “সরকারের পক্ষ থেকে ওই তিনটি বিতর্কিত আইন রদ না করা অবধি” চাষিরা যেন ছত্রভঙ্গ না হন, সেটাও বলেছেন তিনি।

দেশকে জাগ্রত করার জন্য চাষিদের অভিনন্দন জানালেন নৌসেনার এই একাধিক খেতাবপ্রাপ্ত সাবেক প্রধান, সঙ্গে এটাও বললেন, “সপ্তাহের পর সপ্তাহ ধরে হাড়কাঁপানো হিম সয়ে শান্তি বজায় রেখে আপনারা অভূতপূর্ব সংযমের নিদর্শন রেখেছেন। আপনারা যে শান্তি ও অহিংসার পথেই অটল থাকবেন, এ ব্যাপারে আমি নিশ্চিত।”

ভিডিও দেখুন: অ্যাডমিরাল রামদাস – ‘সারা দেশটাকে জাগিয়ে দিয়েছেন আপনারা’

অনুবাদ: জশুয়া বোধিনেত্র (শুভঙ্কর দাস)

Admiral Laxminarayan Ramdas

ଆଡମିରାଲ ଲକ୍ଷ୍ମୀନାରାୟଣ ରାମଦାସ ନୌସେନାର ପୂର୍ବତନ ମୁଖ୍ୟ ଏବଂ ବୀର ଚକ୍ର ସମ୍ମାନ ବିଜେତା

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Admiral Laxminarayan Ramdas
Translator : Joshua Bodhinetra

ପିପୁଲ୍ସ ଆର୍କାଇଭ୍ ଅଫ୍ ରୁରାଲ ଇଣ୍ଡିଆ (ପରୀ) ରେ ଭାରତୀୟ ଭାଷା କାର୍ଯ୍ୟକ୍ରମ, ପରୀଭାଷାର ବିଷୟବସ୍ତୁ ପରିଚାଳକ ଜୋଶୁଆ ବୋଧିନେତ୍ର। ସେ କୋଲକାତାର ଯାଦବପୁର ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟରୁ ତୁଳନାତ୍ମକ ସାହିତ୍ୟରେ ଏମଫିଲ କରିଛନ୍ତି ଏବଂ ଜଣେ ବହୁଭାଷୀ କବି, ଅନୁବାଦକ, କଳା ସମାଲୋଚକ ଏବଂ ସାମାଜିକ କର୍ମୀ ଅଟନ୍ତି।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Joshua Bodhinetra