আশাকর্মী ও ধাত্রীদের মতো সামাজিক স্বাস্থ্যকর্মীরা সব্বার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব নিরলসভাবে পালন করে চলেছেন। এঁদের অধিকাংশই মহিলা। অথচ প্রথমসারির এইসকল স্বাস্থ্যসহায়ক কর্মীরা অসংখ্য প্রতিকূলতা ও ঝুটঝামেলা সয়ে, রীতিমতো ঝুঁকি নিয়ে কাজ চালাতে বাধ্য হন। নামমাত্র তাঁদের মজুরি, তাও আবার সময় মতো মেলে না। তবু যে কোনও স্বাস্থ্যসংকটে দেশের স্বাস্থ্য পরিষেবা বহাল রাখার যাবতীয় দায়-দায়িত্ব তাঁদের উপর বর্তায়। তাঁদের অদম্য জেদ ও অমূল্য জনসেবার কথা ঘিরেই এই কাহিনি সংকলন