আম জনতার অসুস্থতার সুযোগে কতিপয় মানুষের শ্রীবৃদ্ধি
সারা দেশের লক্ষ লক্ষ মানুষের মতই বিদর্ভের অসংখ্য দরিদ্র অধিবাসী অসুস্থ হলে রোগের চিকিৎসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। তাঁদের পক্ষে চিকিৎসার খরচ বহন করা অসম্ভব ব্যাপার। কৃষকদের মধ্যে অনেকেই চিকিৎসার খরচ পরিশোধ করতে গিয়ে নিজেদের জমিটি পর্যন্ত বন্ধক রআখতে বাধ্য হয়েছেন।
পি. সাইনাথ পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক। বিগত কয়েক দশক ধরে তিনি গ্রামীণ ভারতবর্ষের অবস্থা নিয়ে সাংবাদিকতা করেছেন। তাঁর লেখা বিখ্যাত দুটি বই ‘এভরিবডি লাভস্ আ গুড ড্রাউট’ এবং 'দ্য লাস্ট হিরোজ: ফুট সোলজার্স অফ ইন্ডিয়ান ফ্রিডম'।
See more stories
Translator
Smita Khator
স্মিতা খাটোর পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারি’র ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার প্রধান অনুবাদ সম্পাদক। তাঁর কাজের মূল পরিসর ভাষা, অনুবাদ এবং আর্কাইভ ঘিরে। স্মিতা লেখালিখি করেন শ্রম ও লিঙ্গ বিষয়ে।