দর্জি থেকে পাগড়ির লঙ্গর, আয়না থেকে মোবাইল ফোন চার্জ করার প্লাগ-পয়েন্ট যুক্ত ট্রাক, বিনামূল্যে কাপড় ধোয়ার ব্যবস্থা, মালিশ, জুতো সেলাই – ইত্যাদি নানান সেবার বন্দোবস্ত সম্ভব করে তুলেছেন সিংঘুর জমায়েতে উপস্থিত অসংখ্য অ-কৃষক অংশগ্রহণকারীরা। সেবাকর্মের মাধ্যমেই তাঁরা তাঁদের সংহতি জানাচ্ছেন
কলকাতার বাসিন্দা জয়দীপ মিত্র স্বাধীনভাবে কর্মরত ফ্রিল্যান্স ফটোগ্রাফার, তিনি সারা দেশের মানুষ, মেলা ও উত্সব ইত্যাদির ছবি তোলেন তথা ডকুমেন্ট করেন। তাঁর কাজ ‘জেটউইংস’, ‘আউটলুক ট্র্যাভেলার’ এবং ‘ইন্ডিয়া টুডে ট্র্যাভেল প্লাস’ সহ নানান পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।
See more stories
Translator
Sipra Mukherjee
শিপ্রা মুখার্জী পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ে ([email protected]) অধ্যাপনা করেন ।