আত্মহত্যার ফল: অনন্ত যাতনা নিয়ে পড়ে রইল যে পরিজনেরা
ক্ষুদ্র কৃষক কমলাবাই গুঢ়ে কোনওমতে জীবিকা উপার্জন করে সংসার চালানোর চেষ্টা করছেন। ভারত জুড়ে প্রায় যে এক লক্ষ মহিলা গত শতাব্দীর নব্বইয়ের দশক থেকে কৃষিক্ষেত্রে বারংবার আত্মহত্যার ঘটনায় স্বামীহারা হয়েছেন, কমলাবাই তাঁদেরই একজন
পি. সাইনাথ পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক। বিগত কয়েক দশক ধরে তিনি গ্রামীণ ভারতবর্ষের অবস্থা নিয়ে সাংবাদিকতা করেছেন। তাঁর লেখা বিখ্যাত দুটি বই ‘এভরিবডি লাভস্ আ গুড ড্রাউট’ এবং 'দ্য লাস্ট হিরোজ: ফুট সোলজার্স অফ ইন্ডিয়ান ফ্রিডম'।