শাইলা নৃত্য ছত্তিশগড়ের সরগুজা আর যশপুর জেলার একটি জনপ্রিয় লোকনাচ। রাজওয়াড়ে, যাদব, নায়ক, মানিকপুরি সম্প্রদায়ের মধ্যে এ নাচ প্রচলিত। সরগুজা জেলায় লাহপাত্রা গ্রামের বাসিন্দা কৃষ্ণ কুমার রাজওয়াড়ে জানান, “নাচ শুরু হয় শেত পরবের দিন থেকে। এই পরবকে অবিশ্যি বাকি ছত্তিশগড় আর ওড়িশায় ছেরছেরা বলেও ডাকে।”
সরকারি পৃষ্ঠপোষকতায় আয়োজিত হস্তশিল্পের একটি উৎসবে নৃত্য পরিবেশন করতে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে এসেছে জনা পনেরো সাইলা শিল্পীদের একটি দল। তাঁদেরই একজন কৃষ্ণ কুমার।
হাতে লাঠি, কাজ করা বাহারি পাগড়ি আর উজ্জ্বল রঙিন পোশাকে সজ্জিত শিল্পীদের এই নাচ রঙে একেবারে ভরপুর হয়ে থাকে। ব্যবহৃত হয় বাঁশি, মন্দার, মাহুরি আর ঝালের মতো বাদ্যযন্ত্র।
নৃত্য পরিবেশনায় থাকেন কেবল পুরুষেরা। কেউ কেউ আবার জামায় লাগিয়ে নেন ময়ূরপালক, ভাবটা যেন ময়ূরেরাও অংশ এই নাচের দলের।
ছত্তিশগড়ে একটা বড়ো সংখ্যক আদিবাসী জনগোষ্ঠীর মানুষের বাস। এখানে বেশিরভাগ মানুষই চাষাবাদ করেন আর তা-ই প্রতিফলিত হয় এ অঞ্চলের নাচে-গানে। ফসল কাটা সারা হওয়ার পর, গোটা গ্রামে ঘুরেঘুরে নাচগানে মেতে ওঠেন সকলে।
অনুবাদ রম্যাণি ব্যানার্জী