সুচ-সুতোর জোরে সিট্টিলিঙ্গির মেয়েরা পেলেন নতুন পথের নকশা
তামিলনাড়ুর ধর্মপুরী জেলার লাম্বাদি জনগোষ্ঠীর মহিলাদের অক্লান্ত প্রচেষ্টায় তাঁদের সম্প্রদায়ের স্বাক্ষর বহনকারী ঐতিহ্যময় ‘ঘাটের’ সূচিশিল্পটি পুনরুজ্জীবিত হয়েছে এবং পরম্পরাগত এই দক্ষতা রপ্ত করার ফলে অর্থোপার্জনের এক পথ খুলে গেছে, জীবিকার জন্য এখন আর তাঁদের দেশান্তরে পাড়ি দিতে হচ্ছে না
প্রীতি ডেভিড পারি-র কার্যনির্বাহী সম্পাদক। তিনি জঙ্গল, আদিবাসী জীবন, এবং জীবিকাসন্ধান বিষয়ে লেখেন। প্রীতি পারি-র শিক্ষা বিভাগের পুরোভাগে আছেন, এবং নানা স্কুল-কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে শ্রেণিকক্ষ ও পাঠক্রমে গ্রামীণ জীবন ও সমস্যা তুলে আনার কাজ করেন।
See more stories
Translator
Smita Khator
স্মিতা খাটোর পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারি’র ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার প্রধান অনুবাদ সম্পাদক। তাঁর কাজের মূল পরিসর ভাষা, অনুবাদ এবং আর্কাইভ ঘিরে। স্মিতা লেখালিখি করেন শ্রম ও লিঙ্গ বিষয়ে।