‘দিল্লি চলো’ ডাক আসার পরপরই মহারাষ্ট্রের পালঘর জেলার ওয়ারলি আদিবাসী কৃষকরা ২৭শে নভেম্বর ২০১৮ তারিখে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। ডাহানু থেকে ভিরার স্টেশন পর্যন্ত পৌঁছতে সারআর্বান ট্রেন, তারপর সেখান মুম্বই সেন্ট্রাল অবধি আরেকটি ট্রেন, অবশেষে এখান থেকে তৃতীয় আরেকটি ট্রেনে চেপে দিল্লির পথে রওনা দিলেন তাঁরা।
তাঁরা দিল্লি যাচ্ছিলেন ২৯-৩০শে নভেম্বর ১৫০-২০০টি কৃষক ও শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ অখিল ভারত কিষান সংঘর্ষ সমন্বয় কমিটির আহবানে অনুষ্ঠিতব্য অভূতপূর্ব কৃষক বিক্ষোভে অংশগ্রহণ করতে। এই সংগঠনগুলির মধ্যে অন্যতম হল অখিল ভারত কিষান সভা, যা ঐতিহাসিক ওয়ারলি বিদ্রোহের সময়ে কিংবদন্তী গোদুতাঈ পারুলেকারের নেতৃত্বে আদিবাসীদের সংগঠিত করেছিল, আজও আদিবাসীদের মধ্যে এই সংগঠনের ব্যাপক প্রভাব বিদ্যমান।
প্রচণ্ড ভিড়ে ঠাসা ট্রেনের কামরায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে একটানা যাত্রার পর, পালঘর থেকে আগত ১০০ জনের এই দলটি অবশেষে হযরত নিজামউদ্দীন স্টেশনে এসে পৌঁছোলো। প্রতিবেদনটি এই যাত্রারই বিবরণী।
বাংলা অনুবাদ : স্মিতা খাটোর