পুরাগাথা, প্রকৃতি ও দৈবত্ব, ঋতুবদল, ফসল তোলার আনন্দ – এই সবকিছুর উদযাপন ঘিরেই তো ভারতের পালা-পরব। পার্বণের টানে একজোট হয় বিবিধ সম্প্রদায়, অনন্য সব উদ্যোগে মুছে যায় ধর্মীয় বিভেদ, ভেঙে যায় লিঙ্গ ও জাতপাতের কাঁটাতার। উৎসব একদিকে যেমন পরম্পরার বহমান স্রোত, অন্যদিকে অবিরাম দৈনন্দিন শ্রমজীবনের একঘেয়েমির মাঝে একঝলক অবকাশও বটে। ভোজ-মচ্ছব, নাচ-গান-বাজনা আর বন্দনা-ইবাদত সম্ভবপর হয় হাজারো জনগোষ্ঠীর অসংখ্য শিল্পী-কারিগরের বিপুল শ্রমে। পারি'র এই কাহিনি সংকলন এমনই সব পালা-পার্বণের সাতকাহন