ভারতের নির্দয়তম এবং সবচাইতে শোষণমূলক কর্মক্ষেত্রের তালিকায় ইটভাটা আছে উপরের দিকে। হতদরিদ্র পরিবারের মানুষজন, যাঁদের বেশিরভাগই আদিবাসী, সাধারণত নিজের নিজের দেশগাঁ ছেড়ে এইসকল ইটভাটায় কাজে যান, বাৎসরিক ছ’মাস করে। পরিযায়ী শ্রমিকেরা অস্থায়ী ঝুপড়িতে থাকেন, ফোস্কা-পড়া তাপের মধ্যে পাহাড়প্রমাণ ওজন বয়ে চলেন। বছরের বাকিটা তাঁরা মাঠেঘাটে কিংবা অন্যত্র ঘাম ঝরান ঠিকই, তবে ইটভাটার রোজগারটাই তাঁদের জীবনধারণের যথাকিঞ্চিৎ কবচ। অধিকাংশ ক্ষেত্রেই ইটভাটার কাজটা এক ধরনের দাদনবদ্ধ চুক্তিশ্রম হয়ে দাঁড়ায়, ঠিকেদারের থেকে নেওয়া আগাম পারিশ্রমিক চোকাতে নির্দিষ্ট (এবং বিশাল) পরিমাণে ইট বানাতে বাধ্য হয় পরিবারগুলি। মহারাষ্ট্র, ওড়িশা ও তেলেঙ্গানার ইটাভাটা-শ্রমিকদের জীবন-জীবিকা ঘিরে রইল কিছু পারির প্রতিবেদন