উত্তর ও মধ্য ছত্তিশগড়ের মায়েরা আজ নিশ্চিন্ত মনে শিশুদের ক্রেশ বা লাইকা ঘরে রেখে নিজ কাজে যেতে পারেন। এই বন্দোবস্তে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে শিশুদের স্বাস্থ্য ও মায়েদের জীবনে। আজ ২০২৫-এর শিশুদিবসে জানা যাক লাইকা ঘরের কথা
বিহারের রাজধানী শহরে তৈরি প্রত্যেক সুস্বাদু বাকর-খানি, পাপ্পা বিস্কুট কিংবা মুচমুচে খাজায় লুকিয়ে থাকে এক-একটা টিকে যাওয়ার রেসিপি। রুটি কারিগরদের শ্রম, দক্ষতা সহজেই চোখ এড়িয়ে যায় সবার, কিন্তু তবু এই কারিগরি ও পরম্পরার প্রতি তাঁদের নিষ্ঠা থাকে অটুট