১৬২ খানা গ্রামে ৪২১০ একর জমির প্রাপ্য দখল ছিনিয়ে আনার পর এখন পঞ্জাবের দলিতদের পরবর্তী লক্ষ্য –১৯৭২-এর ল্যান্ড সিলিং অ্যাক্টে নির্ধারিত সীমার বাইরে যেসব জমি আজও প্রভাবশালী জাতের দখলে রয়ে গেছে, সেসবের অধিকার বুঝে নেওয়া
হাতেবোনা টুকরির চাহিদা পড়ে গেলেও ছাজ বানানোর বহু দশকের পারিবারিক কারিগরিটি ছাড়েননি কৃষ্ণা রানি। কিন্তু পঞ্জাবের ফাজিলকা জেলায় তাপপ্রবাহের জেরে নতুন নতুন বাধার মুখে পড়ছে তাঁর কাজ