সম্পাদকের বিবৃতি:

ভারতীয় নৌসেনার প্রাক্তন সেনাপ্রধান অ্যাডমিরাল লক্ষ্মীনারায়ণ রামদাস দেশের কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন — প্রজাতন্ত্র দিবসে দিল্লির সীমান্তে আন্দোলনরত চাষিদের কুচকাওয়াজে যাতে কোনও বাধা না দেওয়া হয়, এবং তাঁরা যেন সরকারের কাছ থেকে সবরকম সাহায্য পান। এই ভিডিও বার্তাটি কৃষিজীবী সমাজ ও সরকার, দুয়েরই প্রতি, এখানে তিনি সাম্প্রতিককালের বহুল নিন্দিত কৃষি-আইন রদ করার আর্জি জানাচ্ছেন। উপরন্তু “সরকারের পক্ষ থেকে ওই তিনটি বিতর্কিত আইন রদ না করা অবধি” চাষিরা যেন ছত্রভঙ্গ না হন, সেটাও বলেছেন তিনি।

দেশকে জাগ্রত করার জন্য চাষিদের অভিনন্দন জানালেন নৌসেনার এই একাধিক খেতাবপ্রাপ্ত সাবেক প্রধান, সঙ্গে এটাও বললেন, “সপ্তাহের পর সপ্তাহ ধরে হাড়কাঁপানো হিম সয়ে শান্তি বজায় রেখে আপনারা অভূতপূর্ব সংযমের নিদর্শন রেখেছেন। আপনারা যে শান্তি ও অহিংসার পথেই অটল থাকবেন, এ ব্যাপারে আমি নিশ্চিত।”

ভিডিও দেখুন: অ্যাডমিরাল রামদাস – ‘সারা দেশটাকে জাগিয়ে দিয়েছেন আপনারা’

অনুবাদ: জশুয়া বোধিনেত্র (শুভঙ্কর দাস)

Admiral Laxminarayan Ramdas

ಅಡ್ಮಿರಲ್‌ ಲಕ್ಷ್ಮಿನಾರಾಯಣ್ ರಾಮದಾಸ್‌ ಅವರು ಮಾಜಿ ನೌಕಾಪಡೆಯ ಮುಖ್ಯಸ್ಥರು ಮತ್ತು ವೀರಚಕ್ರ ಪದವಿ ಪುರಸ್ಕೃತರು

Other stories by Admiral Laxminarayan Ramdas
Translator : Joshua Bodhinetra

ಜೋಶುವಾ ಬೋಧಿನೇತ್ರ ಅವರು ಪೀಪಲ್ಸ್ ಆರ್ಕೈವ್ ಆಫ್ ರೂರಲ್ ಇಂಡಿಯಾ (ಪರಿ) ಯ ಭಾರತೀಯ ಭಾಷೆಗಳ ಕಾರ್ಯಕ್ರಮವಾದ ಪರಿಭಾಷಾ ವಿಷಯ ವ್ಯವಸ್ಥಾಪಕರು. ಅವರು ಕೋಲ್ಕತ್ತಾದ ಜಾದವಪುರ ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯದಿಂದ ತುಲನಾತ್ಮಕ ಸಾಹಿತ್ಯದಲ್ಲಿ ಎಂಫಿಲ್ ಪಡೆದಿದ್ದಾರೆ ಮತ್ತು ಬಹುಭಾಷಾ ಕವಿ, ಅನುವಾದಕ, ಕಲಾ ವಿಮರ್ಶಕ ಮತ್ತು ಸಾಮಾಜಿಕ ಕಾರ್ಯಕರ್ತರೂ ಹೌದು.

Other stories by Joshua Bodhinetra