পঠন-পাঠনের রূপবদল

  1. পারিতে রচিত হচ্ছে ভবিষ্যতের পাঠ্যবই

    পারিতে, আমরা ভবিষ্যতের পাঠ্যবইগুলি লিখছি। আর এই কাজটি সম্পন্ন হচ্ছে আমাদের এই সাইটটিতে প্রতি সপ্তাহে প্রকাশিত হওয়া অসংখ্য প্রতিবেদন, ছবি, ভিডিও এবং অডিও ইত্যাদি উপাদানের মাধ্যমে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে এইসবের অনেকটাই বেশ কিছু সময় ধরে শিক্ষার্থী এবং শিক্ষকরা নিজেরা সৃষ্টি করেছেন।

    পারি গ্রামীণ ভারতবর্ষ বিষয়ে, শিক্ষার্থী, শিক্ষক, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য তথ্যপূর্ণ এবং বাস্তব প্রতিবেদনধর্মী কাহিনি রচনায় সহায়তা করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। এইসব প্রতিষ্ঠানের প্রথাগত পড়ুয়া ছাড়াও পারি একইসঙ্গে অন্যধরনের শিক্ষার্থীদের জন্যও কাজ করছে। আমরা বিশ্বাস করি শিক্ষাদান এবং শিক্ষাগ্রহণের জন্য প্রয়োজনীয় পাঠ্যবইসহ বিবিধ উপাদানের জন্য আগামী দিনে ক্রমশই অনলাইন বা বৈদ্যুতিন মাধ্যমটি খুব বেশিমাত্রায় ব্যবহৃত হবে। বিশ্বের বেশ কিছু অংশে ইতিমধ্যেই এটি স্বীকৃত হয়েছে। সঠিকভাবে ব্যবহৃত হলে এই মাধ্যমটির সাহায্যে 'পাঠপুস্তক' বা শিক্ষাদানের উপাদানগুলিতে সহজেই পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন সম্ভব। পারি যেহেতু একটি অলাভজনক পাবলিক সাইট, তাই ব্রডব্যান্ড যতবেশি আম জনতার নাগালের মধ্যে আসবে, তার সাহায্যে শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

  2. পাঠ্যক্রম গঠন করায় পারি শিক্ষার্থীদের সহায়তা করছে

    আমরা ইতিমধ্যে এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ উপাদান যোগ করেছি: পারিতে শিক্ষার্থীরা তাদের নিজস্ব পাঠ্যপুস্তক তৈরিতে অংশগ্রহণ করছে। যদি কোনও শিক্ষক বা প্রতিষ্ঠান শিক্ষাদানের লক্ষ্যে, একটি সম্পূর্ণ বা আংশিক কোর্স গঠন করতে চান, আমরা অবশ্যই এই কোর্স গঠন করার জন্য তাদের সঙ্গে কাজ করব। ধরা যাক, গ্রামীণ ভারতের শ্রম, বা অভিবাসী শ্রমিক অথবা কৃষি কিংবা শিল্পীদের বিষয়ে পঠনপাঠনের উপাদান গঠন করতে হলে আমরা চেষ্টা করব শিক্ষার্থীদের সঙ্গে গ্রামাঞ্চলে গিয়ে ক্ষেত্রসমীক্ষার মাধ্যমে প্রকৃত অবস্থা সম্বন্ধে তাদের অবহিত করে এক বাস্তব, জীবন্ত জ্ঞানভাণ্ডার গড়ে তুলতে।

    সেইজন্য শিক্ষার্থীদের সৃষ্ট ভিডিও এবং অডিও রেকর্ডিং, স্থিরচিত্র এবং প্রতিবেদন, রচনা ইত্যাদি শুধুমাত্র যে পরীক্ষায় সন্তোষজনক ফলাফলে সহায়ক হবে তাই নয়, বরং এক মুক্ত, নমনীয়, বাস্তবনির্ভর পাঠ্যপুস্তক রচনায় তাদের অংশীদারও করে তুলবে। ধরা যাক, কৃষিশ্রমিকদের বিষয়ে একটি, ভিডিও যেখানে শ্রমিকরা নিজেরাই কথক, যেখানে তাঁরা নিজেরাই দর্শক/শ্রোতাদের সঙ্গে সরাসরি কথা বলছেন, যেখানে তাঁরা তাঁদের জীবন, কাজ এবং নিজেদের জগতের কথা তুলে ধরছেন - এমন উপাদানই তো শিক্ষাদানের জন্য আদর্শ। মুদ্রিত গতে বাঁধা পাঠ্যপুস্তকগুলির তুলনায় এইসকল উপাদান শিক্ষার্থী, শিক্ষক, গবেষক সাধারণ দর্শক নির্বিশেষে সকলের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে, মুদ্রিত পাঠপুস্তক তো কয়েক বছরেই অকেজো হয়ে পড়ে। তার বদলে ভিডিও এবং অডিও রেকর্ডিং, স্থিরচিত্র এবং প্রতিবেদন, রচনা, গবেষণা পত্র ইত্যাদির সমন্বয়ে গড়ে ওঠা সম্পদ দিয়ে পারির দেখানো পথে শিক্ষাদান ফলপ্রসূ হতে পারে।

  3. পঠনপাঠনের এক গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী উৎসকে স্বাধীনভাবে বিকশিত করার কাজ পারি করছে।

    পারির ভিডিওগুলি তৈরি করার সময় আমরা নিজেদের জন্য নির্দিষ্ট নির্দেশাবলী স্থির করেছি, যাতে ভিডিওটির মৌলিক স্বত্বটির স্বীকৃতি কথকের থাকে। অন্যদিকে, যে মানুষের জীবন নিয়ে ছাত্রছাত্রীরা জানতে চাইছে, সেসব মানুষের সঙ্গে তাদের আদানপ্রদান, এবং গ্রামীণ সম্প্রদায়গুলির সঙ্গে তাদের যৌথ প্রচেষ্টায় বাস্তবের মাটি থেকে উঠে আসা উপাদান, শিক্ষাদানের এক অতি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠতে পারে। আর এটা ইতিমধ্যেই পারিতে বাস্তবায়িত হয়েছে।

    আরেকটি ব্যাপার হল: প্রতি বছর, অগণিত ছাত্রছাত্রী পাঠ্যক্রমের অংশ হিসেবে ভারতবর্ষ বিষয়ে অত্যন্ত মূল্যবান কাজকর্ম করে। গবেষণাপত্র, প্রতিবেদন, রচনা, ভিডিও, তথ্যচিত্র, পত্রপত্রিকা, স্থিরচিত্র ইত্যাদি তারা তৈরি করে। এর অনেককিছুই চমকপ্রদ কাজ হওয়া সত্ত্বেও বেশিরভাগেরই স্থান হয় বিভাগীয় গ্রন্থাগারে, পরীক্ষার কাগজপত্র রাখার আলমারিতে অথবা তারা অদৃশ্য হয়ে যায় সাইবারস্পেসের কখনও পা না পড়া গহন গভীর কোনও পেজে। কিন্তু যেসকল প্রতিষ্ঠান পারির সঙ্গে যুক্ত হয়েছে, তাদের ক্ষেত্রে পারি এমন এক মঞ্চ হিসেবে উঠে এসেছে যেখানে পড়ুয়াদের সেরা সৃষ্টিগুলি সংরক্ষিত হচ্ছে, পৃথিবীর যে কোনও প্রান্তের পাঠকের কাছে তা সহজেই পৌঁছে যাচ্ছে। শিক্ষার্থীদের কাজ সারা দুনিয়ার পাঠকের কাছে পৌঁছচ্ছে বলে, তাদের মধ্যেও নিজেদের কাজের মান বাড়ানোর জন্য ক্রমাগত প্রচেষ্টা থাকবে।

  4. গবেষকদের জন্য তথ্যসমৃদ্ধ এক গ্রন্থাগার পারি

    এছাড়াও, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেরা পাঠ্যক্রমের বাইরে স্বাধীনভাবে পারির জন্য প্রতিবেদন, অডিও এবং ভিডিও তৈরি করতে প্রয়াসী হয়েছে। এইসব শিক্ষার্থীদের মধ্যে বয়সে খুব ছোট যারা, তারাও এমন কি পারির জন্য সংবাদপত্র তৈরি করেছে।

    এবং পারির রিসোর্সেস বিভাগে, আমাদের লক্ষ্য গ্রামীণ ভারতবর্ষ বিষয়ক যাবতীয় (সম্পূর্ণ রিপোর্ট, শুধুমাত্র লিঙ্ক নয়), সরকারি (বিশ্বাসযোগ্য সূত্রের বেসরকারি) রিপোর্ট আপলোড করা। উদাহরণস্বরূপ বলা যায়, অসংগঠিত ক্ষেত্রে গৃহীত উদ্যোগগুলি সম্পর্কিত জাতীয় কমিশনের সমস্ত রিপোর্ট, যোজনা কমিশনের (অধুনা নীতি আয়োগ) রিপোর্ট, বিভিন্ন সরকারি মন্ত্রক, রাষ্ট্রসংঘ এবং অন্যান্য সংস্থার রিপোর্ট ইত্যাদি। নানান সূত্র থেকে গুরুত্বপূর্ণ নথির প্রয়োজনে বিভিন্ন সাইট ঘেঁটে তথ্য সংগ্রহ করার পরিবর্তে গবেষকরা সহজেই আমাদের এই বিভাগ থেকেই তথ্য সংগ্রহ করতে সক্ষম হবেন।

    পারি ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য সব শিক্ষার্থীদের জন্য তথ্য এবং জ্ঞানের এক অসামান্য আকর।