মুখোমুখি

'ফেসেস' বা 'মুখোমুখি' বিভাগে ছবি দিন। সারা দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মুখচ্ছবিআলোকচিত্রের মাধ্যমে তুলে এনে আমরা ভারতীয়, বিশেষত গ্রামীণ ভারতের অধিবাসীদের মুখমণ্ডলের বৈচিত্র্য রেকর্ডে প্রয়াসী।

ওড়িশার কালাহান্ডির তামির চেহারা যতটা ভারতীয় ঠিক ততটাই তামিলনাডুর কাঞ্চিপুরম নিবাসী রাজেন্দ্রনের, আবার, আন্দামানের বাসিন্দা ওহামেঅথবা অরুণাচলের মিচি ইয়ারিঙেরও ঠিক তাই। সকলেই ভারতীয় ভূখণ্ডের নিবাসী হলেও, প্রত্যেকের চেহারাই ভিন্নতায় অনন্য।

পারি দেশের প্রতিটি ব্লক এবং জেলার মানুষের মুখচ্ছবিসম্বলিত পঞ্জি তৈরি করার লক্ষ্য নিয়েছে। ঠিকই শুনেছেন — হাজার হাজার মানুষের মুখমণ্ডলের ছবির আর্কাইভ, যার মাধ্যমে দেশের নানান প্রান্তের মানুষের মুখের বৈচিত্র্য তুলে ধরা সম্ভব হবে। পারি দেশের প্রতিটি জেলার সবকটা ব্লক থেকে থেকে অন্তত একজন করে পুরুষ, মহিলা এবং শিশু অথবা কিশোর/কিশোরীর ছবি সংগ্রহ করছে। এটি একটি অবিশ্বাস্য প্রকল্প যেটির বাস্তবায়নে লাগবে দীর্ঘ সময়, এই প্রকল্পে সকলের সহযোগিতা প্রয়োজন। যথাযথ আলোকচিত্রটি থাকলেই যে কেউ এই কর্মযজ্ঞে যোগ দিতে পারেন।


দেখে নিন ঠিক কেমন করে আপনি নিজের অবদান রাখবেন 'মুখোমুখি' বিভাগে।
ছবি আপলোড করুন

যে ছবিটি আপনি পাঠাবেন, তার সঙ্গে যাতে ছবির মানুষটির বিষয়ে যথাযথ তথ্য থাকে তা অবশ্যই সুনিশ্চিত করতে হবে।

দেশের মানুষের মুখমণ্ডলের ছবি অপলোড করুন