বাছা বাছা বাণিজ্যিক সংস্থাকে খোলাখাতা দিয়ে শেষকালে রাফালে চুক্তির চেয়েও বহুগুণ বড়ো কেলেঙ্কারিতে পরিণত হতে চলেছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। ২০১৬ সাল থেকে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে শস্য বিমা প্রকল্পের খাতে ৬৬০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। বিগত তিন বছরে কৃষকদের দুর্দশা আরও গভীর হয়েছে, এরই মধ্যে বহু এলাকায় ফসল নষ্টও হয়েছে। এই বিমা সংস্থাগুলি কৃষকদের প্রাপ্য ক্ষতিপূরণে তাদের নিজস্ব এক পয়সাও অবদান রেখেছে বলে মনে হয় না (বেশিরভাগই বেসরকারি সংস্থা, তবে জীবন বিমা নিগম বা এলআইসির মতো সরকারি প্রতিষ্ঠানও এতে জড়িত)। প্রদত্ত বিমার টাকা আসে কৃষকদের দেওয়া কিস্তি এবং রাজ্য ও কেন্দ্র সরকারের বরাদ্দ তহবিলের মাধ্যমে। প্রকৃতপক্ষে এই ক্ষতিপূরণের অর্থ সংগৃহীত কিস্তির তুলনায় নগণ্য। জনগণের দেওয়া বাদবাকি টাকাটা চলে যায় বিমা কোম্পানিগুলোর পকেটে। অন্যদিকে, যে কোনও ‘ক্ষতিপূরণের’ প্রথম দাবিদার হল সেইসব ব্যাংক যেগুলি কৃষকদের ঋণ দিয়েছে, আর যে ঋণ তাঁরা শোধ করতে চূড়ান্ত অক্ষম।

অনুবাদ: ঋতুপর্ণা হাজরা

P. Sainath

পি. সাইনাথ পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক। বিগত কয়েক দশক ধরে তিনি গ্রামীণ ভারতবর্ষের অবস্থা নিয়ে সাংবাদিকতা করেছেন। তাঁর লেখা বিখ্যাত দুটি বই ‘এভরিবডি লাভস্ আ গুড ড্রাউট’ এবং 'দ্য লাস্ট হিরোজ: ফুট সোলজার্স অফ ইন্ডিয়ান ফ্রিডম'।

Other stories by পি. সাইনাথ
Translator : Rituparna Hazra

ঋতুপর্ণা হাজরা গণিত এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে শিক্ষালাভ করেছেন। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত ও রবীন্দ্রসংগীতে প্রশিক্ষিত ঋতুপর্ণা নানান বিষয়ে লেখালিখি করতে ভালোবাসেন।

Other stories by Rituparna Hazra