PHOTO • Sapana Jaiswal

বর্ষায় ও ফসল কাটার মরসুমে মেহেবুবনগরের মানুষজন নিজেদের জেলায় বা তার আশেপাশের অঞ্চলে কৃষি-শ্রমিক হিসাবে কাজ করেন। চাষের মরসুম শেষ হলে, অথবা ফলন ভালো না হলে, তাঁরা গ্রামাঞ্চল থেকে পাড়ি দেন শহরের নির্মাণক্ষেত্রে কাজের সন্ধানে

PHOTO • Sapana Jaiswal

ঘর-বাড়ি ছেড়ে তাঁরা চলে আসেন এক নতুন অচিন শহরে

PHOTO • Sapana Jaiswal

নির্মাণের কাজ শেষ না হওয়া অবধি, রাস্তার পাশে টিন আর প্লাস্টিক দিয়ে বানানো যৎসামান্য বন্দোবস্তের ঝুপড়িই হয়ে ওঠে মুম্বইয়ে তাঁদের অস্থায়ী মাথাগোঁজার ঠাঁই

PHOTO • Sapana Jaiswal

মাটি কাটা, খোদাই, কংক্রিট্রের জঞ্জাল পরিষ্কার করা, মাটির নিচে ৩০ ফিট অবধি গভীরে নেমে খানাখন্দ সাফাই করা — এই সবই তাঁদের করতে হয়। আর সবটাই তাঁরা করেন কোনও বিমা বা আপৎকালীন ক্ষতিপূরণ ছাড়াই

PHOTO • Sapana Jaiswal

দৈনিক ৩০০ টাকা বা তারও কমে শ্রমিকরা এই সব কাজ করেন। একজন তেলেগু-ভাষী মুকদম বা কর্মকর্তা তাঁদের মজুরি দেন, এবং মধ্যস্থতাকারী হিসেবে শহরের বিভিন্ন নির্মাণক্ষেত্রে তাঁদের কাজ জোগাড় করে দেন

PHOTO • Sapana Jaiswal

এইসব স্থানে যে মহিলা শ্রমিকেরা কাজ করেন তাঁরা এখানে প্রায়শই ঘটে চলা যৌন হেনস্থার কথা বলেন

PHOTO • Sapana Jaiswal

ছোটো বাচ্চাদের বাড়িতে রেখে আসা যায় না বলে মায়েরা বাধ্য হন তাদের সঙ্গে নিয়ে আসতে। সিমেন্ট কংক্রিটের বিপজ্জনক স্তূপগুলো হয়ে ওঠে এই শিশুদের খেলার জায়গা। রাস্তার কুকুর হয়ে ওঠে তাদের খেলার সাথী। ধ্বংসস্তূপ আর আবর্জনার মধ্যে খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেলে পথের ধারেই তারা ঘুমিয়ে পড়ে

PHOTO • Sapana Jaiswal

অস্থায়ী বাসস্থানে শ্রমিকদের জন্য পানীয় জল, শৌচাগার বা বিদ্যুৎ সংযোগের কোনও বন্দোবস্তই থাকে না

PHOTO • Sapana Jaiswal

দেশে মজুরি বাবদ তাঁরা যা উপার্জন করেন তার তুলনায় শহরে আয় বেশি হয় বলে তাঁরা শহরমুখো হন

অনুবাদ: চিলকা

Translator : Chilka

Chilka is an associate professor in History at Basanti Devi College, Kolkata, West Bengal; her area of focus is visual mass media and gender.

کے ذریعہ دیگر اسٹوریز Chilka