‘ কালে কানুন কো ওয়াপাস লো , ওয়াপস লো , ওয়াপস লো ’ [‘কালা কানুন ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও!’]। প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দান এই ধ্বনিতে মুখরিত ছিল।
সংযুক্ত শেতকারী কামগার মোর্চা আয়োজিত আজাদ ময়দানের এই ধর্নায় আছেন কয়েক হাজার বিক্ষোভকারী। দিল্লির সীমান্তে প্রতিবাদরত কৃষকদের সংহতি জানাতে নাসিক থেকে দুদিনে প্রায় ১৮০ কিলোমিটার পথ হেঁটে তাঁরা এসেছেন মহারাষ্ট্রের ২১টি জেলা থেকে।
মূলত পঞ্জাব এবং হরিয়ানার লক্ষ লক্ষ কৃষক প্রায় দুই মাস ধরে দিল্লির বিভিন্ন প্রবেশদ্বার জুড়ে নানা জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছেন। আইনগুলি প্রথমে অধ্যাদেশ হিসেবে পাশ হয় ৫ জুন, ২০২০, তারপর কৃষিবিল হিসেবে লোকসভায় পেশ করা হয় ১৪ই সেপ্টেম্বর এবং সেই মাসের ২০ তারিখ দ্রুততার সঙ্গে সেটিকে আইনে পরিণত করে বর্তমান সরকার।
কৃষকরা যে আইনগুলির প্রতিবাদ করছেন: কৃষিপণ্য ব্যবসা – বাণিজ্য (উৎসাহ ও সুযোগসুবিধা দান) আইন, ২০২০ ; মূল্য নিশ্চয়তা ও কৃষি পরিষেবা বিষয়ে কৃষক (ক্ষমতায়ন ও সুরক্ষা) চুক্তি আইন, ২০২০ ; অত্যাবশ্যকীয় পণ্য (সংশোধনী) আইন, ২০২০ ।এরই পাশাপাশি, ভারতীয় সংবিধানের ৩২ নং অনুচ্ছেদকে উপেক্ষা করে ভারতীয় নাগরিকের আইনি লড়াইয়ের পথে যাওয়ার অধিকার কেড়ে নেওয়ার জন্যও সমালোচনার মুখে পড়েছে এই আইন।
২৪ ও ২৫ জানুয়ারি আজাদ ময়দানে দুদিনের প্রতিবাদ-অবস্থানের ছবি:
বাংলা অনুবাদ - শুচিস্মিতা ঘোষ