স্বাধীনতা সংগ্রামী ভবানী মাহাতো ভোট দিলেন গণতন্ত্রের পক্ষে
স্বাধীনতা লাভের পূর্ববর্তী দশকগুলো জুড়ে দেশ-মুক্তির সংগ্রামে সামিল বিপ্লবীদের মুখে অন্ন তুলে দিয়েছেন ভবানী মাহাতো। একাহাতে সামলেছেন ঘরের আর চাষের কাজ। আজ প্রায় ১০৬ বছর বয়সে এসেও জারি আছে তাঁর লড়াই… এই প্রত্যয়ী আর অনাড়ম্বর স্বাধীনতা সংগ্রামী ২০২৪ সালের সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন