পুরোগামী বা প্রগতিশীল নগর হিসেবে কোলাপুরের নামডাক আছে। এই মাটি শাহু, ফুলে ও বাবাসাহেবের বিরাসত বহন করে। বিবিধ ধর্ম ও জাতিবর্ণের মানুষ আজও সেই প্রগতিশীল চিন্তাধারার ঐতিহ্য ও বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য জিইয়ে রাখতে তৎপর।

অথচ সম্প্রতি এই সমন্বয়বাদী সমাজে অস্থিরতার বীজ বপন করার সংঘবদ্ধ প্রচেষ্টা চলেছে। মননের সঙ্গে তো মননের জোরেই লড়তে হবে। সে পথে হেঁটেই শরফুদ্দিন দেসাই ও সুনীল মালির মতো মানুষজন জনসমাজে ঐক্য বজায় রাখার প্রয়াস চালাচ্ছেন অবিরাম।

তাঁরা দুজনেই মহারাষ্ট্রের কোলাপুর জেলার তারদল গাঁয়ের বাসিন্দা। শরফুদ্দিন দেসাই একজন হিন্দু গুরুর শিষ্য, আর সুনীল মালির মুর্শিদ আবার ইসলাম ধর্মাবলম্বী।

ফিল্মটি দেখুন: একই বৃন্তে…

অনুবাদ: জশুয়া বোধিনেত্র

Jaysing Chavan

జైసింగ్ చవాన్ కొల్హాపుర్‌కు చెందిన ఒక ఫ్రీలాన్స్ ఫోటోగ్రాఫర్, చిత్ర నిర్మాత.

Other stories by Jaysing Chavan
Text Editor : PARI Desk

PARI డెస్క్ మా సంపాదకీయ కార్యక్రమానికి నాడీ కేంద్రం. ఈ బృందం దేశవ్యాప్తంగా ఉన్న రిపోర్టర్‌లు, పరిశోధకులు, ఫోటోగ్రాఫర్‌లు, చిత్రనిర్మాతలు, అనువాదకులతో కలిసి పని చేస్తుంది. PARI ద్వారా ప్రచురితమైన పాఠ్యం, వీడియో, ఆడియో, పరిశోధన నివేదికల ప్రచురణకు డెస్క్ మద్దతునిస్తుంది, నిర్వహిస్తుంది కూడా.

Other stories by PARI Desk
Translator : Joshua Bodhinetra

జాషువా బోధినేత్ర కొల్‌కతాలోని జాదవ్‌పూర్ విశ్వవిద్యాలయం నుండి తులనాత్మక సాహిత్యంలో ఎంఫిల్ చేశారు. అతను PARIకి అనువాదకుడు, కవి, కళా రచయిత, కళా విమర్శకుడు, సామాజిక కార్యకర్త కూడా.

Other stories by Joshua Bodhinetra