‘পাওয়ারি’ হলো দঙ্গী আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এক বাদ্যযন্ত্র। দঙ্গ অঞ্চলের বিশিষ্ট সব সামাজিক অনুষ্ঠান, উৎসব, পালা-পার্বণে এই বাজনা নিয়মিত ব্যবহৃত হয়। মহারাষ্ট্রের ধুলে এলাকায় পাওয়ারি প্রধানত বিবাহ অনুষ্ঠানে বাজানো হলেও দঙ্গের সামাজিক জীবনে বাজনাটির বহুল ব্যবহার। এই জেলায় হোলি বা দোলযাত্রা উপলক্ষ্যে তিন দিন ধরে যে দঙ্গ দরবার নামের বর্ণাঢ্য বার্ষিক উত্সব অনুষ্ঠিত হয়, পাওয়ারি তার অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে, এই বাদ্যের বাজনদারের সংখ্যা জনাকয়েকেই এসে ঠেকেছে।

পাওয়ারি স্থানীয় গাছগাছড়ার কাঠ থেকে তৈরি হয়, সঙ্গে আটকানো থাকে পাখির ঠোঁটের মতো একটা অংশ। উজ্জ্বল নীলচে-রূপোলী রঙে রঞ্জিত যন্ত্রটি। যে সুরের মুর্চ্ছনা সৃষ্টি হয় বাজনাটি থেকে তা শুনতে খানিক ভারতীয় খানিকটা আবার ইউরোপীয়।

বাংলা অনুবাদ : স্মিতা খাটোর

Translator : Smita Khator

స్మితా ఖటోర్ పీపుల్స్ ఆర్కైవ్ ఆఫ్ రూరల్ ఇండియా (PARI) భారతీయ భాషల కార్యక్రమం, PARIBhasha ప్రధాన అనువాదాల సంపాదకులు. అనువాదం, భాష, ఆర్కైవ్‌లు ఆమె పనిచేసే రంగాలు. స్త్రీల, కార్మికుల సమస్యలపై ఆమె రచనలు చేస్తారు.

Other stories by Smita Khator