রোজ রোজ আগুন নিয়ে কাজ গোকুলের। লোহা গরম করে লাল হয়ে গেলে তাকে পিটিয়ে পিটিয়ে আকার দেওয়া কাজ। আগুনের ফুলকি লেগে জামা-জুতোয় ছোটোবড়ো গর্ত হয়ে গেছে। ভারতীয় অর্থনীতির চাকা ঘুরছে তাঁদেরই মতো মানুষের কঠোর শ্রমের জ্বালানিতে, প্রমাণ করে তাঁর হাতে পোড়ার দাগ।

“ক্যা হুন্দা ক্যায় [সেটা আবার কী?]” বাজেটের ব্যাপারে শুনেছেন কিনা জিজ্ঞেস করলে বলেন তিনি।

৪৮ ঘণ্টাও হয়নি ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেট সংসদে পেশ হয়েছে, সারা দেশে খবর ছড়িয়ে গেছে তার। কিন্তু বাগরিয়া জনজাতির যাযাবর কামার গোকুলের জন্য কোনওকিছুই বদলায়নি।

“শুনুন, আমাদের জন্য না কেউ কিছু করেনি। ৭০০-৮০০ বছর এভাবেই কেটে গেছে। পঞ্জাবের মাটিতে আমাদের প্রজন্মের পর প্রজন্ম গোর পড়েছে। কেউ আমাদের কিছু দেয়নি,” বলেন বছর চল্লিশের কামার।

PHOTO • Vishav Bharti
PHOTO • Vishav Bharti

পঞ্জাবের মোহালি জেলার মউলি বৈদওয়ান গ্রামে অস্থায়ী ঝুপড়িতে কাজ করছেন গোকুল

পঞ্জাবের মোহালি জেলার মউলি বৈদওয়ান গ্রামের সীমান্তে একটা ঝুপড়িতে ডেরা বেঁধেছেন গোকুল। এখানে নিজের জনজাতির অন্যান্য মানুষজনের সঙ্গে থাকেন। রাজস্থানের চিতোরগড় তাঁদের আদি বাসস্থান, বলেন তাঁরা।

“এখন আবার কী দেবে?” ভাবেন তিনি। গোকুলের মতো মানুষকে সরকার কিছু না দিলেও, তিনি কিন্তু সরকারের দিয়েই চলেছেন। কাজের জন্য কেনা প্রতিটি লোহার খণ্ডে ১৮ শতাংশ; লোহা পেটানোর জন্য আগুন জ্বালাতে ব্যবহৃত কয়লায় পাঁচ শতাংশ। তাঁর কাজের সরঞ্জাম, কাস্তে আর হাতুড়ির জন্য সরকারের কর দিচ্ছেন তিনি, কর দিচ্ছেন প্রতি দানা খাদ্যশস্যের উপর।

অনুবাদ: দ্যুতি মুখার্জি

Vishav Bharti

விஷவ் பார்தி, சண்டிகரை சேர்ந்த பத்திரிகையாளர். பஞ்சாபின் விவசாய நெருக்கடி மற்றும் போராட்ட இயக்கங்களை பற்றி கடந்த இருபது வருடங்களாக செய்திகளை சேகரித்து வருகிறார்.

Other stories by Vishav Bharti
Editor : Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Other stories by Priti David
Translator : Dyuti Mukherjee

Dyuti Mukherjee is a translator and publishing industry professional based in Kolkata, West Bengal.

Other stories by Dyuti Mukherjee