অরুণাচল প্রদেশের প্রধান ২৬টি জনগোষ্ঠীর মধ্যে অন্যতম, জিরো উপত্যকার আপাতানি। স্থাপত্য, চাষাবাদ, দেহসজ্জা, খাদ্যাভ্যাস বা মৌখিক ইতিহাস - সব ক্ষেত্রেই এঁদের রীতি-রেওয়াজ সবিশেষ মৌলিকতার পরিচায়ক।
১৫০০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত, লোয়ার সুবনসিরি জেলা সদর জিরো, ইটানগর থেকে প্রায় ১৫০ কিলোমিটার। একটি স্থানীয় অসরকারি সংগঠন এনগুনু জিরোর এক আধিকারিকের হিসেব অনুসারে এই এলাকায় আপাতানিদের জনসংখ্যা মোটামুটি ২৬০০০।
জানুয়ারি মাসে, জিরোর হং বসতির একটি আপাতানি পরিবারের সঙ্গে আমি কয়েকটা দিন কাটিয়েছিলাম।
অনুবাদ: অংশুপর্ণা মুস্তাফী