অশীতিপর বটে, তবে পাঁচ দশক পেরিয়ে আজও নিজের হাতে দিব্যি ধনুক বানিয়ে চলেছেন সেরিং দোর্জি ভুটিয়া। পেশায় ছুতোর, পেট চালিয়েছেন আসবাবপত্র মেরামতি করে, কিন্তু এসবের অনুপ্রেরণা পেয়েছেন ধনুর্বিদ্যা থেকেই, যা কিনা তাঁর রাজ্য সিকিমের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
স্থানীয় বাসিন্দাদের মতে, সিকিমের পাকইয়ং জেলার এই কার্থোক গ্রামে এককালে আরও অনেকেই ধনুক গড়তেন, কিন্তু আজ সেরিং ছাড়া আর কেউই বেঁচে নেই। বাঁশ দিয়ে নির্মিত ধনুকগুলি তিনি লসুং নামের বৌদ্ধ পরবের দিন বিক্রি করেন।
এই ওস্তাদ কারিগরের কথা বিশদে পড়ুন: পাকইয়ং গাঁয়ের পরম্পরাগত তির-ধনুক কারিগর সেরিং
অনুবাদ: জশুয়া বোধিনেত্র (শুভঙ্কর দাস)