পুরোগামী বা প্রগতিশীল নগর হিসেবে কোলাপুরের নামডাক আছে। এই মাটি শাহু, ফুলে ও বাবাসাহেবের বিরাসত বহন করে। বিবিধ ধর্ম ও জাতিবর্ণের মানুষ আজও সেই প্রগতিশীল চিন্তাধারার ঐতিহ্য ও বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য জিইয়ে রাখতে তৎপর।
অথচ সম্প্রতি এই সমন্বয়বাদী সমাজে অস্থিরতার বীজ বপন করার সংঘবদ্ধ প্রচেষ্টা চলেছে। মননের সঙ্গে তো মননের জোরেই লড়তে হবে। সে পথে হেঁটেই শরফুদ্দিন দেসাই ও সুনীল মালির মতো মানুষজন জনসমাজে ঐক্য বজায় রাখার প্রয়াস চালাচ্ছেন অবিরাম।
তাঁরা দুজনেই মহারাষ্ট্রের কোলাপুর জেলার তারদল গাঁয়ের বাসিন্দা। শরফুদ্দিন দেসাই একজন হিন্দু গুরুর শিষ্য, আর সুনীল মালির মুর্শিদ আবার ইসলাম ধর্মাবলম্বী।
অনুবাদ: জশুয়া বোধিনেত্র