এই কাহিনি এক দীর্ঘায়িত মৃত্যুর – উত্তরপ্রদেশের হারদোই জেলায় জলবায়ু পরিবর্তনের থাবা, সাই নদীর শুকিয়ে যাওয়া, এবং এই নতুন বাস্তবের সঙ্গে মানিয়ে নিতে নদীর দুইপাশের গ্রামগুলির সংগ্রামের কাহিনি। আর কাহিনির কথক এমন দুই মানুষ, যাঁরা দাঁড়িয়ে আছেন এই সংগ্রামের ঠিক কেন্দ্রবিন্দুটিতে