কিল্লাবন্দর গ্রামে নিজের বাড়ির দাওয়ায় বসে জাল বুনছেন জয়সিন্তা বান্দা। তাঁদের গ্রামটি মুম্বই শহরের উত্তরে ষোড়শ খ্রিস্টাব্দে নির্মিত বাসাই ফোর্টের সীমানায় অবস্থিত। মৎস্যজীবী পরিবারের মানুষ জয়সিন্তা, নিজেই মাছ ধরার জাল বোনেন। তাঁর কথায়, “একটা (জাল) বুনতে প্রায় মাসখানেক সময় লেগে যায়।” প্রতিদিন সকালে তাঁর স্বামী দুই ছেলেকে নিয়ে জেলে নৌকো করে মাছ ধরতে বেরিয়ে যান, দুই মেয়ে মুম্বই শহরে নিজেদের কাজে পাড়ি দেন। আর সংসারের সব কাজকাম সেরে জয়সিন্তা জাল বুনতে বসেন।
অনুবাদ: অংশুপর্ণা মুস্তাফী