উত্তর মুম্বইয়ের মাড দ্বীপের একটি ছোট্টো গাওঠান অর্থাৎ জনপদ ডোঙ্গরপাড়া। প্রায় ৪০ – ৪৫টি কোলি সম্প্রদায়ভুক্ত মৎস্যজীবী পরিবারের বাস এখানে। যৌথভাবে তাঁরা একটি ‘খালা’ (মাছ শুকানোর চত্বর) পরিচালনা করেন। মাডে এই ধরনের বেশ কিছু চত্বর আছে।
প্রায় প্রতিটি কোলি পরিবার এই কাজে ৫-১০ জন কর্মী নিয়োগ করে থাকে। কর্মীদের অনেকেই উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং অন্যান্য রাজ্য থেকে আগত। প্রতি বছর সেপ্টেম্বর থেকে জুন মাস পর্যন্ত এই পরিযায়ী শ্রমিকরা মুম্বই আসেন। তাঁরা চুক্তির ভিত্তিতে কোলিদের জন্য কাজ করেন এবং এই আট মাসের জন্য মাথাপিছু প্রায় ৬৫-৭০,০০০ টাকা রোজগার করেন।
৪-৫ জন পুরুষ পরিযায়ী কর্মীরা একসঙ্গে কোলি পরিবারের দেওয়া ঘরে ভাগাভাগি করে থাকেন। এখানে অন্ধ্রপ্রদেশ থেকে অনেক মহিলা শ্রমিক আসেন কাজ করতে। সন্তানসহ তাঁরা পুরো পরিবারের সঙ্গে নিয়েই এখানে চলে আসেন। মাসিক ৭০০ টাকায় ঘর ভাড়া নিয়ে তাঁরা মালিকের জমিতে আলাদা জায়গায় থাকেন।
অনুবাদ : মহুয়া মহারানা