মহারাষ্ট্রের ওয়াডার সম্প্রদায়ের মানুষেরা মূলত পাথরের কারিগর, যাঁরা সারা ভারত ঘুরে বিভিন্ন ঐতিহাসিক সৌধ মেরামত করেন। এঁদের মধ্যে অনেকেই খরার জেরে বাধ্য হয়ে নিজেদের জমিজমা ছেড়েছেন। মুম্বইয়ের উত্তরে ভাসাই দুর্গ থেকে তাঁরা নিজেদের কষ্টকর কাজ আর হতাশার কথা জানাচ্ছেন
সময়ুক্তা শাস্ত্রী পারির পরিচালনার দ্বায়িত্বে থাকা কাউন্টার মিডিয়া ট্রাস্টের অছি সদস্য হওয়ার পাশাপাশি একজন স্বতন্ত্র সাংবাদিক, ডিজাইনার ও কর্মদ্যোগী। ২০১৯ সালের জুন মাস অবধি তিনি পারির কন্টেন্ট কোওর্ডিনেটর ছিলেন।
See more stories
Editor
Sharmila Joshi
শর্মিলা জোশী পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার (পারি) পূর্বতন প্রধান সম্পাদক। তিনি লেখালিখি, গবেষণা এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত।
See more stories
Translator
Avilash Biswas
অভিলাষ বিশ্বাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের স্নাতকোত্তর স্তরের ছাত্র। তিনি একজন লেখক ও অনুবাদক। এছাড়াও তিনি উপন্যাস, আখ্যানতত্ত্ব, কালচারাল স্টাডিস, ইসলামিকেট বাংলা সাহিত্য ও সংস্কৃতি, লোকায়ত কথকতা, ইউরোপীয় সাহিত্যে বাস্তবতাবাদ এবং লাতিন আমেরিকার সাহিত্যে বিশেষভাবে আগ্রহী।