ভারত-নেপাল সীমান্তের কাছে অবস্থিত ছবির মতো সুন্দর ওগলা আর জাউলজিবি মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের ওপর বিমুদ্রাকরণের তীব্র প্রভাব দেখা গেল। অন্যদিকে সীমান্তের শেষ শহর ধরচুলায় মানুষ ব্যবহার করছেন নেপালি মুদ্রা
অর্পিতা চক্রবর্তী স্বাধীনভাবে কর্মরত একজন ফ্রিল্যান্স সাংবাদিক, তাঁর নিবাস কুমায়ুন অঞ্চলে। তিনি ২০১৭ সালের পারি ফেলোশিপ প্রাপক।
See more stories
Translator
Maitrayee Mukherjee
মৈত্রেয়ী মুখার্জ্জী বর্তমানে ইনস্টিটিউট অফ্ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এ প্রকল্প সহায়ক। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর মৈত্রেয়ী উত্তর-ঔপনিবেশিক সাহিত্য, নারীবাদী রচনা, ডিজিটাল হিউম্যানিটিস, কালচারাল স্টাডিজ এবং দক্ষিণ-এশিয়া বিষয়ে গবেষণায় আগ্রহী।