বিহারে রাজীব কুমার ওঝার মতন কৃষকদের বারবার বিপাকে পড়তে হয় ফসলের দামের ওঠাপড়ার অনিশ্চয়তায়। রাজ্যে কৃষি উৎপাদন বিপণন কমিটি (এপিএমসি) না থাকায় তাঁদের আরও নাজেহাল অবস্থা। তাঁদের আজকের অবস্থা দেখে কিছুটা আন্দাজ করা যায় ভবিষ্যতের ভারতবর্ষের চেহারা - যখন সারা দেশে নতুন কৃষি আইন চালু হয়ে যাবে
২০১৭ সালের পারি ফেলো পার্থ এম. এন. বর্তমানে স্বতন্ত্র সাংবাদিক হিসেবে ভারতের বিভিন্ন অনলাইন সংবাদ পোর্টালের জন্য প্রতিবেদন লেখেন। ক্রিকেট এবং ভ্রমণ - এই দুটো তাঁর খুব পছন্দের বিষয়।