বন্যা, দুর্ভিক্ষ, দেশভাগ, দাঙ্গা এবং জমি ও জীবিকার প্রতিশ্রুতি - এই সবকিছু আদি অভিবাসীদের সুন্দরবনে নিয়ে এসেছিল। এই গল্প সেইসব মানুষদের যাঁরা এমন জমিতে এসে বসতি গড়েছিলেন, তাঁদের নিজেদের ভাষায় যা ৬০ ভাগ জল এবং ৪০ ভাগ জঙ্গল – এখানে এসেও রোগভোগ, ক্ষুধা, বাঘের আক্রমণ থেকে রেহাই মেলেনি, কিন্তু শেষমেষ এখানেই তাঁরা নিজেদের ভিটে খুঁজে পেলেন
উর্বশী সরকার স্বাধীনভাবে কর্মরত একজন সাংবাদিক। তিনি ২০১৬ সালের পারি ফেলো।
Translator
Smita Khator
স্মিতা খাটোর পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারি’র ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার প্রধান অনুবাদ সম্পাদক। তাঁর কাজের মূল পরিসর ভাষা, অনুবাদ এবং আর্কাইভ ঘিরে। স্মিতা লেখালিখি করেন শ্রম ও লিঙ্গ বিষয়ে।