পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির চা-বাগানগুলিতে কাজ চলাকালীন শৌচকর্মের মতো মৌলিক প্রয়োজনও কর্মীদের জন্য নিত্য মাথাব্যথার কারণ। এই ভোগান্তির শিকার হচ্ছে মহিলা শ্রমিকদের স্বাস্থ্য
অধ্যেতা মিশ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী। লিঙ্গ ও মানবীবিদ্যাচর্চা, কুইয়ার সাহিত্য, দেশভাগের সাহিত্য এবং চলচ্চিত্র বিদ্যার মতো বিষয়গুলিতে তাঁর আগ্রহ আছে।
Editor
Sanviti Iyer
সম্বিতি আইয়ার পিপল্স আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার কনটেন্ট কোঅর্ডিনেটর। স্কুলপড়ুয়াদের সঙ্গে কাজ করে তাদের ভারতের গ্রামসমাজ সম্পর্কে তথ্য নথিবদ্ধ করতে তথা নানা বিষয়ে খবর আহরণ করার প্রশিক্ষণেও সহায়কের ভূমিকা পালন করেন তিনি।
Translator
Dyuti Mukherjee
দ্যুতি মুখার্জি কলকাতা নিবাসী অনুবাদক এবং প্রকাশনা ক্ষেত্রে কর্মরত একজন পেশাদার কর্মী।