দৃশ্যমান কাজ, অদৃশ্য নারী – এই প্রদর্শনীতে আপনাকে স্বাগত

PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath

গ্রামীণ ভারতের নারীদের কাজ বিষয়ক মূল আলোকচিত্রগুলি নিয়ে গঠিত এই ভিডিওপ্রদর্শনীটি দর্শকদের নিয়ে যাবে নারী-শ্রমের সুবিশাল এবং জটিল পরিসরে। ১৯৯৩ থেকে ২০০২ সালের মধ্যে ভারতবর্ষের দশটি রাজ্যে ছবিগুলি তুলেছিলেন পি. সাইনাথ। অর্থাৎ, অর্থনৈতিক সংস্কারের প্রথম এক দশক জুড়ে ছবিগুলি তোলা হয়, এবং জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্প চালু হওয়ার দুই বছর আগে আলোকচিত্রগুলির সময়কাল শেষ হয়।

প্রদর্শনীর মূল সংস্করণের চারটি সেট ২০০২ সাল থেকে শুধুমাত্র ভারতেই ৭ লক্ষেরও বেশি দর্শক দেখেছেন। বাস ও রেলওয়ে স্টেশন, কলকারখানার গেট, কৃষিশ্রমিক এবং অন্যান্য শ্রমজীবী মানুষদের সমাবেশ, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ইত্যাদি স্থানে প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে। পারির সাইটে সম্পূর্ণভাবে আপলোড করার ফলে প্রদর্শনীটিকে বৈদ্যুতিন মাধ্যমেও উপস্থাপিত করা সম্ভব হয়েছে।

দৃশ্যমান কাজ, অদৃশ্য মহিলাদের সম্ভবত সর্বপ্রথম সম্পূর্ণরূপে ডিজিটাইজড এবং কিউরেটেড, স্থিরচিত্রের একটি এমন এক অভিনব প্রদর্শনী (ব্যবহৃত ছবিগুলি আকারে বৃহৎ, এবং ছবিগুলির সঙ্গে আছে বিস্তৃত বর্ণনা) যা সরাসরি জনসমক্ষে প্রদর্শিত হওয়ার পর অত্যন্ত সৃজনশীল চেহারায় বৈদ্যুতিন মাধ্যমেও উপস্থাপিত হয়েছে। প্রদর্শনীতে ব্যবহৃত প্রতিটি প্যানেলের সঙ্গে গড়ে ২/৩ মিনিটের একটি করে ভিডিও আছে। চূড়ান্ত প্যানেলটি, যেটা দিয়ে প্রদর্শনীটি শেষ হয় সেটির সঙ্গে রয়েছে প্রায় ৭ মিনিটের একটি ভিডিও।

এই মাল্টিমিডিয়া উপস্থাপনাটির মাধ্যমে দর্শক, যুগপৎ ভিডিওটি দেখতে, আলোকচিত্রীর ধারাভাষ্যটি শুনতে এবং সঙ্গের পাঠটি পড়তে এবং স্পষ্টতর রেজেলিউশনে স্থির চিত্রগুলি দেখতে সক্ষম হবেন।

ভিডিওটি দেখার পর স্ক্রোল করে পাতার নিচের দিকে এসে দর্শক প্রতিটি পাতায় ভিডিওটির নিচে পেয়ে যাবেন সেই নির্দিষ্ট প্যানেলের মূল পাঠ এবং স্থিরচিত্রগুলি।

দর্শক চাইলে নিচের পৃথক পৃথক লিঙ্ক থেকে আলাদা করে একবারে একটি করে প্যানেলও দেখতে পারেন। এইভাবে দর্শক নিজের পছন্দের বিষয়বস্তু মতো প্যানেলটি বেছে নিতে পারবেন। আবার একসঙ্গে সমগ্র প্রদর্শনীটি টানা একটি ভিডিওতে দেখতে চাইলে সিরিজের একেবারে নিচের দিকে শেষ লিঙ্কটিতে যাওয়া যেতে পারে।

PHOTO • P. Sainath

প্যানেল ১: ইট পাথর কয়লা


PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath

প্যানেল ৭: হাটে বাজারে...


PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath

প্যানেল ৯বি: সাফসাফাই!


PHOTO • P. Sainath

অথবা পুরো প্রদর্শনীটি টানাও দেখতে পারেন। (এতে ৩২ মিনিট সময় লাগবে, কিন্তু আপনি প্রতিটি প্যানেল ধরে ধরে সম্পূর্ণ প্রদর্শনী দেখতে পাবেন)। সঙ্গের পাঠটি পড়ার জন্য, আপনাকে অবশ্য পৃথক পৃথক প্যানেলের পৃষ্ঠাগুলিতে যেতে হবে। এখানে পুরো ৩২ মিনিটের ভিডিও প্রদর্শনীটির লিঙ্ক দেওয়া হল:

অনুবাদ: স্মিতা খাটোর

पी. साईनाथ, पीपल्स ऑर्काइव ऑफ़ रूरल इंडिया के संस्थापक संपादक हैं. वह दशकों से ग्रामीण भारत की समस्याओं की रिपोर्टिंग करते रहे हैं और उन्होंने ‘एवरीबडी लव्स अ गुड ड्रॉट’ तथा 'द लास्ट हीरोज़: फ़ुट सोल्ज़र्स ऑफ़ इंडियन फ़्रीडम' नामक किताबें भी लिखी हैं.

की अन्य स्टोरी पी. साईनाथ
Translator : Smita Khator

स्मिता खटोर, पीपल्स आर्काइव ऑफ़ रूरल इंडिया (पारी) के भारतीय भाषा अनुभाग पारी'भाषा की 'चीफ़ ट्रांसलेशंस एडिटर' के तौर पर काम करती हैं. वह अनुवाद, भाषा व आर्काइव की दुनिया में लंबे समय से सक्रिय रही हैं. वह महिलाओं की समस्याओं व श्रम से जुड़े मुद्दों पर लिखती हैं.

की अन्य स्टोरी स्मिता खटोर