কোভিড-১৯ লকডাউনের ফলে মহারাষ্ট্রের পালঘর জেলার ইটভাটার আদিবাসী পরিযায়ী শ্রমিকদের শোচনীয় অবস্থা। তাঁদের কাছে রয়েছে যৎসামান্য টাকা আর খাবার - আর আছে ঘরে ফেরার চিন্তা, যেখানেও প্রতীক্ষা করছে অনিশ্চয়তা
সাংবাদিক মমতা পারেদ (১৯৯৮-২০২২) ২০১৮ সালের পারি ইন্টার্ন ছিলেন। পুণের আবাসাহেব গারওয়ারে মহাবিদ্যালয় থেকে তিনি সাংবাদিকতা ও গণসংযোগে স্নাতকোত্তর পাশ করেছিলেন। আদিবাসী জনজীবন, বিশেষ করে যে ওয়ারলি জনগোষ্ঠীর মানুষ তিনি, তাঁদের রুটিরুজি তথা সংগ্রাম বিষয়ে লেখালেখি করতেন।
Translator
Rupsa
রূপসা পেশায় সাংবাদিক। থাকেন কলকাতায়। শ্রমিক-সমস্যা, শরণার্থী সমস্যা, সাম্প্রদায়িক সমস্যা তাঁর চর্চার মূল বিষয়। ভালোবাসেন বই পড়তে, বেড়াতে।