living-with-disability-in-rural-india-bn

Sep 09, 2025

প্রতিবন্ধকতা নিয়ে গাঁয়েগঞ্জে টিকে থাকার সংগ্রাম

ভারতের গ্রামে গ্রামে অসংখ্য মানুষ প্রতিবন্ধকতা নিয়েই বেঁচে আছেন। প্রতিবন্ধকতা যে শুধু জন্মগত, তা নয়। তা সামাজিক অথবা রাষ্ট্রীয় সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা-জনিতও হতে পারে। ঝাড়খণ্ডে ইউরেনিয়াম খনির সন্নিকটে বসবাসের কারণে, কিংবা মারাঠওয়াড়ার বেলাগাম খরার ফলে মানুষ যখন ফ্লোরাইড-মিশ্রিত ভূজল খেতে বাধ্য হলে ছেঁকে ধরে প্রতিবন্ধকতা। একেক সময় অসুখ বা চিকিৎসাজনিত অবহেলা থেকেও প্রতিবন্ধকতা দেখা দেয় — লখনউবাসী সাফাইকর্মী পার্বতী দেবীর আঙুল ক্ষয়ে গেছে কুষ্ঠ হয়ে, ওদিকে বসন্তরোগের থাবায় নষ্ট হয়েছে মিজোরামের দেবাহালা চাকমার দুটি চোখ, এদিকে গ্যাংগ্রিন থেকে হাত-পা সবকিছু খুইয়ে বসেছেন পালঘরের প্রতিভা হিলিম। কারও ক্ষেত্রে আবার প্রতিবন্ধকতার স্বরুপটি বৌদ্ধিক — শ্রীনগরের ছোট্ট মোহসিন যেমন সেরিব্রাল পলসি রোগে আক্রান্ত, তেমনই মহারাষ্ট্রের প্রতীক যুঝছে ডাউনস্ সিন্ড্রোমের সঙ্গে। এসকল ক্ষেত্রেই জীবনের জটিলতা আরও ভয়াবহ হয়ে ওঠে দারিদ্র্য, অসমতা, নাগালবিহীন স্বাস্থ্য পরিষেবা ও বৈষম্যের জেরে। ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে থাকা মানুষের একদিন প্রতিদিন ঘিরেই এই কাহিনি সংকলন

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

PARI Contributors

Translator

PARI Translations, Bangla