হতাশার-সাগরে-টিমটিম-জ্বলে-আশার-দ্বীপ

Thiruvananthapuram, Kerala

Nov 30, 2021

হতাশার সাগরে টিমটিম জ্বলে আশার দ্বীপ

৩০শে নভেম্বরের অক্ষি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কেরালার বিপুল সংখ্যক মৎস্যজীবী সমুদ্রে নিখোঁজ হয়ে যান। তাঁদের পরিবারের সকলেই এই আশায় বুক বেঁধে আছেন যে প্রথমে বড়োদিন আর তারপর নববর্ষ নিয়ে আসবে আলৌকিক কোনও উপহার

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Jisha Elizabeth

জিশা এলিজাবেথ তিরুবনন্তপুরম-কেন্দ্রিক মালায়ালম দৈনিক ‘মধ্যমম’-এ সাব-এডিটর তথা প্রতিবেদক হিসেবে কর্মরত। তিনি ২০০৯ সালে কেরালা সরকার প্রদত্ত ডক্টর আম্বেদকর মিডিয়া অ্যাওয়ার্ড, এর্নাকুলাম প্রেস ক্লাব থেকে লীলা মেনন মহিলা সাংবাদিক পুরস্কার এবং ২০১২ সালে ন্যাশনাল ফাউন্ডেশন ফর ইন্ডিয়া ফেলোশিপ সহ বেশ কয়েকটি পুরস্কারে সম্মানিত হয়েছেন। জিশা কেরালা ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্টসের একজন নির্বাচিত কার্যনির্বাহী সদস্য।

Translator

Mahua Maharana

মহুয়া মহারানা দুই দশকের বেশি সময় একটি রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার পর এক দশক সমজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে স্বামী ও পোষ্য সারমেয়র সঙ্গে অবসর জীবন অতিবাহিত করছেন। বইপত্র পড়া, সলিটেয়ার গেমস খেলা, অনুবাদ ও কন্টেট লেখার কাজ নিয়ে মহুয়া ব্যস্ত থাকেন।