গত বছরের শেষের দিকে বিদর্ভের কার্পাসপ্রধান কৃষিক্ষেত্রগুলিতে, বিশেষ করে ইয়াবতমালে ঠিক কী হয়েছিল? কেন সেখানে হাজারের বেশি কৃষক ও কৃষি শ্রমিকরা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন? কেন নিজেদের ফসল বাঁচাতে মরিয়া অসংখ্য মানুষ ফসলে কীটনাশক ছড়ানোর ঠিক পরেই মারা যান?
জয়দীপ হার্ডিকার নাগপুর নিবাসী সাংবাদিক এবং লেখক। তিনি পিপলস্ আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার কোর টিম-এর সদস্য।
Translator
Smita Khator
স্মিতা খাটোর পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারি’র ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার প্রধান অনুবাদ সম্পাদক। তাঁর কাজের মূল পরিসর ভাষা, অনুবাদ এবং আর্কাইভ ঘিরে। স্মিতা লেখালিখি করেন শ্রম ও লিঙ্গ বিষয়ে।