‘এক সপ্তাহের মধ্যেই সব শেষ — পরীক্ষা করিয়ে কোনও লাভ হল না’
রোগ নির্ণয়ে ভ্রান্তি, পরীক্ষায় বিলম্ব, অবিশ্বাস, তথ্যে ব্যাপক কারচুপি — এইসব কূট কৌশল ব্যবহার করে উত্তরপ্রদেশ কোভিডের দ্বিতীয় তরঙ্গ জনিত মৃত্যুর প্রকৃত সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াল করতে যে কতখানি মরিয়া ছিল, তা এই পাঁচ পরিবারের অভিজ্ঞতা থেকে বোঝা যায়