২০শে মে ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেছে পশ্চিমবঙ্গ, রেহাই পায়নি কলকাতাও। কিন্তু লকডাউনের কারণে অধিকাংশ শ্রমজীবী মানুষই শহর ছেড়ে পাড়ি দিয়েছেন নিজ নিজ দেশগাঁয়ের পথে, তাই কলকাতায় সাফাই আর মেরামতির কাজের জন্য লোক অমিল
জশুয়া বোধিনেত্র পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার (পারি) ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার কন্টেন্ট ম্যানেজার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এমফিল উত্তীর্ণ জশুয়া একজন বহুভাষিক কবি তথা অনুবাদক, শিল্প সমালোচক এবং সমাজকর্মী।