‘কে জানত, বৃষ্টির অভাব আমার শিল্পটাকেই মেরে ফেলবে?’
সঞ্জয় কাম্বলে, পশ্চিম মহারাষ্ট্রের কির্লে গ্রামের কৃষক ও বাঁশের কারিগর, নিজের হাতে ইরলা (বাঁশের বর্ষাতি) বানান। গত এক দশকে বৃষ্টিপাতে ক্রমাগত ঘাটতি ও প্লাস্টিকের বর্ষাতির সহজলভ্যতার জেরে তাঁর কারিগরিকে টিকিয়ে রাখাটাই কঠিন হয়ে উঠেছে