নয়া সরকার গঠনের তরে ভোটপর্ব শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে। এপ্রিল ১৯ থেকে জুন ১, ২০২৪ পর্যন্ত চলবে ভোটদান। আমাদের ধম্মকম্ম সবই গ্রামীণ ভারতবর্ষ, তাই বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে ঘুরে গ্রামভারতে ভোটের চালিকাশক্তি বুঝতে চাইছে পারি। চাষি, খেতমজুর, অরণ্যবাসী, দেশান্তরি তথা প্রান্তবাসী নানান মানুষের থেকে আমাদের সাংবাদিকগণ জেনেছেন যে তাঁরা নলে পানি, ঘরে-খামারে বিজলি ও সন্তানের কর্মসংস্থানের মতন বুনিয়াদি প্রয়োজনের জন্য হাপিত্যেস করে বসে আছেন। এছাড়া রাজনৈতিক এজেন্ডা দ্বারা পরিচালিত ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনার আবহাওয়ায় এমন ভোটারও রয়েছেন যাঁরা নিরাপত্তা খুইয়ে প্রাণহানির ভয়ে তটস্থ। পড়ুন আমাদের সম্পূর্ণ কভারেজ