ধরা যাক, বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে হঠাৎ বন্যপশুর মুখোমুখি হয়ে পড়েছেন, কিংবা ধরুন কোনও জংলি জানোয়ারকে এক্ষুনি উদ্ধার করা দরকার। মুশকিল আসান একজনই: জিপ ড্রাইভার মুন্দ্রিকা। এককালে ফরেস্ট গার্ড ছিলেন, পরে লিখিত পরীক্ষা পাশ করা সহকর্মীদের থেকে পিছিয়ে পড়েন। কিন্তু তাঁর অভিজ্ঞতা আর দক্ষতার উপর আজও নির্ভরশীল বহু মানুষ