রবিকুমার কে. উঠতি চিত্রগ্রাহক ও তথ্যচিত্র নির্মাতা, থাকেন তামিলনাড়ুর মুদুমালাই ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত বোক্কাপুরম গ্রামে। পারি-র চিত্রগ্রাহক পালানি কুমারের প্রকল্প পালানি স্টুডিও-তে চিত্রগ্রহণ শিখেছেন তিনি। তাঁর নিজের আদিবাসী বেট্টাকুরুম্বা সম্প্রদায়ের মানুষদের জীবন নিয়ে কাজ করতে উৎসাহী তিনি।