লৈঙ্গিক পরিচিতি, লৈঙ্গিক প্রকাশ, যৌনতা ও যৌন অভিমুখের হাজাররঙা বর্ণমালায় অবস্থান ক্যুইয়ার মানুষজনের। সাধারণত তাঁদের লেসবিয়ান, গে, উভকামী, রূপান্তরকামী, ক্যুইয়ার, আন্তর্যৌন, যৌনবিমুখ-সহ নানান পরিচয়কে একত্রে এলজিবিটিকিউএ+ নামে সম্বোধন করা হয়। সামাজিক ও আইনি প্রেক্ষাপটে পূর্ণ স্বীকৃতির লক্ষ্যে আগুয়ান তাঁদের সুদীর্ঘ সংগ্রাম। মৌলিক অধিকার সমূহ আজও যে তাঁদের নাগালের বাইরে, এই সংকলনে উঠে এসেছে সেসব কথা। ব্যক্তিগত ও পেশাগত উভয় পরিসরেই সামাজিক স্বীকৃতি, ন্যায়বিচার, পরিচিতির দাবিতে তথা সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তাঁরা প্রতিনিয়ত লড়ে চলেছেন। স্বাধীনভাবে বাঁচতে চাওয়ার লড়াইয়ের মুহূর্তগুলির মধ্যে যে আনন্দের দিশা পেয়েছেন তাঁরা, তাকে ভারতের বিভিন্ন প্রান্তের ক্যুইয়ার মানুষ একা একা কিংবা সামগ্রিকভাবে উদযাপন করছেন এই গল্পগুলিতে যা ব্যক্ত হয়েছে তাঁদেরই আপন স্বরে