জঙ্গলের উপকণ্ঠে চাষরত মানুষদের উপর হামলা করছে বন্যজন্তুরা, হানছে গুরুতর আঘাত, মৃত্যু। জলবায়ুগত অনিশ্চয়তা আর দামের ওঠাপড়ায় এমনিতেই বিপর্যস্ত কৃষকদের কাছে এ এক নতুন বিপর্যয়। তাড়োবা-আন্ধেরি ব্যাঘ্র প্রকল্পর সীমানা বরাবর মানুষ-বন্যজন্তু সংঘর্ষ এ হেন রক্তক্ষয়ী জায়গায় পৌঁছে যাওয়ার কারণ হিসেবে উঠে আসছে প্রজেক্ট টাইগারের সাফল্য