লোকেশ চাকমা মিজোরাম নিবাসী একজন তথ্যচিত্র নির্মাতা তথা ১৯৪৭ পার্টিশন আর্কাইভে ক্ষেত্র সমন্বয়কারী হিসেবে নিযুক্ত। তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। লোকেশ ২০১৬ সালের পারি ইন্টার্ন।