ক্রিকেট মাঠের রোশনাই থেকে দূরে বল কারিগরদের আঁধার দুনিয়া
ক্রিকেট খেলার মধ্যমণি চকচকে লাল বল আদতে মীরাট জেলার সুদক্ষ কারিগরদের শ্রমের ফসল; ঘণ্টার পর ঘণ্টা ধরে চামড়া প্রক্রিয়াকরণ, তেল মাখানো, কাটাই-সেলাই, গড়ন, বার্নিশ এবং স্ট্যাম্প খোদাইয়ের শেষে তৈরি হয় পূর্ণাঙ্গ একটি বল। খেলার জগতে যত রোশনাই থাকুক না কেন, এই কারিগরির কাজ কিন্তু এখনও জাতপাত-ভিত্তিক পেশার আঁধারে রয়ে গেছে
শ্রুতি শর্মা ২০২২-২৩ সালের এমএমএফ-পারি ফেলো। কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস-এ ভারতে ক্রীড়াসামগ্রী নির্মাণের সামাজিক ইতিহাস নিয়ে পিএইচডি গবেষণা করছেন।
See more stories
Editor
Riya Behl
মাল্টিমিডিয়া সাংবাদিক রিয়া বেহ্ল লিঙ্গ এবং শিক্ষা বিষয়ে লেখালিখি করেন। পিপলস্ আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার (পারি) পূর্বতন বরিষ্ঠ সহকারী সম্পাদক রিয়া শিক্ষার্থী এবং শিক্ষাকর্মীদের সঙ্গে কাজের মাধ্যমে পঠনপাঠনে পারির অন্তর্ভুক্তির জন্যও কাজ করেছেন।
See more stories
Translator
Dyuti Mukherjee
দ্যুতি মুখার্জী কলকাতা নিবাসী অনুবাদক এবং প্রকাশনা ক্ষেত্রে কর্মরত একজন পেশাদার কর্মী।