রাজ্যশ্রী দাশ গুপ্ত একজন প্রকৃত গৃহিণী যিনি বিগত ৭ দশক ধরে দক্ষতা ও সংবেদনশীলতার সঙ্গে সংসারধর্ম পরিচালনা করেছেন, তাঁর দুই কন্যা ও পৌত্রী তাঁর জীবনের সাফল্যের প্রতিবিম্ব। সাহিত্য, রন্ধন ও সূচীশিল্প তাঁর জীবনের দুটি অবিচ্ছেদ্য অঙ্গ। প্রিয়জনদের জন্য এখন তিনি স্বহস্তে সুরক্ষা মাস্ক তৈরি করছেন।