এ প্রান্ত থেকে সে প্রান্তে কৃষিশ্রমিক এবং ইমারতির কাজ করে বেড়ান মহারাষ্ট্রের জালনা জেলার মায়া মোহিতে ও তাঁর পরিবার। এই দেশের হতদরিদ্র পরিযায়ী শ্রমিকের কপালে যে দুর্ভোগ ছাড়া আর কিছুই নেই সে ব্যাপারে তিনি নিঃসন্দেহ
আকাঙ্ক্ষা পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার একজন সাংবাদিক এবং ফটোগ্রাফার। পারি'র এডুকেশন বিভাগে কনটেন্ট সম্পাদক রূপে তিনি গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের তাদের চারপাশের নানান বিষয় নথিভুক্ত করতে প্রশিক্ষণ দেন।